বিস্তারিত সংবাদ

কেন “অনলাইন প্রেসক্লাব” গঠন করবেন ?

শামসুল আলম স্বপন :
প্রতিষ্ঠাতা সদস্য সচিব জাতীয় অনলাইন প্রেসক্লাব,ঢাকা । প্রতিষ্ঠাতা, সভাপতি বনপা। 
মোবা : ০১৭১৬৯৫৪৯১৯

---মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন দেশেকে ডিজিটালাইজড করা । সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে। এ সয়ম যারা অনলাইন নিউজ পোর্টাল প্রকাশ করছেন এবং যারা অনলাইনে সাংবাদিকতা করছেন তারা সকলেই প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরণের সারথী ।

দেশ যে ভাবে এগিয়ে যাচ্ছে তাতে আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশে কাগজের পত্রিকা সীমিত হয়ে আসবে বলেই মনে হয় । বিশ্বের অনেক দেশে কাগজের পত্রিকা আর নেই। যারা অনলাইন সাংবাদিকতার কথা শুনলে নাকসিটকাতেন এখন তারাই অনলাইনের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন । করোনা ভাইরাসের কারণে প্রিন্ট মিডিয়া প্রায় বন্ধের পথে । এখন সকল প্রিন্ট মিডিয়া অনলাইন পোর্টাল খুলে তাদের প্রকাশনা চালিয়ে যাচ্ছে কোনরকমে ।
এখন সময় অনলাইনের । বিক্রয় .কম, এখানেই .কম, সবজি বাজার.কম,চালডাল.কম,ম্যারেজ .কমসহ প্রতিদিন শত শত অনলাইন সোপ বা প্রতিষ্ঠান গ্রাহকদের দ্বারপ্রান্তে পৌছে দিচ্ছে তাদের চাহিদা মাফিক পণ্য বা সেবা।
এ থেকে সহজেই অনুমেয় অনলাইন ছাড়া গতি নেই । সে ক্ষেত্রে অনলাইন সাংবাদিক বন্ধুরা কেন পিছিয়ে থাকবেন । দেশের ৬৪টি জেলার মধ্যে, কক্সবাজার, মুনশিগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, সিলেট, চিটাগং, নেত্রকোনা, মৌলভী বাজার, যশোর, খুলনা, ভোলা, পিরোজপুর, বরিশাল, রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঠাকুরগা, নীলফামারী, কুড়িগ্রাম, শেরপুর, ফেনী, হবিগঞ্জ,  নরসিংদীসহ দেশের ৫২টি জেলায় এবং ৯৬টির অধিক উপজেলায় ইতোমধ্যে “ অনলাইন প্রেসক্লাব “ গঠিত হয়েছে । বাকি বেশ কিছু জেলায় ও উপজেলায় অনলাইন প্র্রেসক্লাব গঠন প্রক্রিয়াধীন ।
সব গুলো জেলাতে অনলাইন প্রেসক্লাব গঠনের কাযর্ক্রম শুরু করার জন্য আমি অনলাইন সাংবাদিক বন্ধুদের কাছে উদাত্ব আহ্বান জানাচ্ছি। সেই সাথে যাদের কমিটির মেয়াদ শেষ হয়েছে তাদের কেন্দ্রে যোগাযোগ করে নতুন কমিটি গঠনের অনুরোধ করছি। 

আপনারা ভুক্তভোগী যে প্রিন্ট পত্রিকার সাংবাদিকদের প্রেসক্লাবে অনলাইন সাংবাদিকদের সদস্য পদ দেযা হয়না। কি প্রয়োজন প্রিন্ট পত্রিকার সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য হওয়ার ? আপনি সেই সাংবাদিক যখনকার সংবাদ তখনই বিশ্বব্যাপী প্রচার করতে পারছেন। কিন্তু প্রিন্ট পত্রিকায় ওই নিউজ পড়ার জন্য একদিন অপেক্ষা করতে হয় । তাই পাঠক প্রিন্ট পত্রিকা থেকে অনলাইনের উপর বেশী আস্থাশীল । প্রিন্ট পত্রিকা পড়ার সময় তাদের নেই ।

আপনারা জানেন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন “বনপা” শুধুমাত্র্র মালিকদের সংগঠন । কিন্তু অনলাইন প্রেসক্লাবে মালিক,সম্পাদক,সাংবাদিক সবাই সদস্য হতে পারবেন । যারা আগে “অনলাইন প্রেসক্লাব “ গঠন করবেন তারা এগিয়ে থাকবেন এক ধাপ ।

অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন প্রণালী :

১. আহ্বায়ক- ১ জন ও সদস্য সচিব ১ জন।
২. যুগ্ম-আহ্বায়ক- সর্বনিম্ন ১ জন থেকে সর্ব উচ্চ ৯ জন কমিটির মোট সদস্য সংখ্যার ৫ ভাগের ১ ভাগ হতে পারবে। 
৩.বাকি পদে নির্বাহী সদস্য যুক্ত করে কমিটির মোট সংখ্যা সর্বনিম্ন ৭ সদস্য থেকে সর্বউচ্চ ২১ সদস্য বিশিস্ট হতে পারে।  
বি:দ্র: অনলাইনে নারী সাংবাদিক থাকলে কমিটিতে রাখা বাধ্যতামুলক।
আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করে নীচের ই-মেইল ঠিকানায় পাঠিয়ে দিন:

অধ্যাপক আকতার চৌধুরী
আহ্বায়ক
জাতীয় অনলাইন প্রেসক্লাব
মোবা : ০১৭১১৩১৫১৭১

রোকমুনুরজামান রনি
সদস্য সচিব
জাতীয় অনলাইন প্রেসক্লাব
মোবা: ০১৭২২১৫৮১৩০
E-mail: info@onlinepressclub.org